রাঙ্গামাটি:- রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ ছাত্রলীগের ৬ নেতা পদত্যাগ করেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ছাত্রলীগের এ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজেদের একাউন্টে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
পদত্যাগকারী নেতারা হলেন, মেডিকেল কলেজ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রাঙ্গন মল্লিক, দীপ্ত দে, সাংগঠনিক সম্পাদক সৃজন দে, কমল ত্রিপুরা, জিয়াদুল হক। মূলত কোটা সংস্কার ইস্যুতে ছাত্রলীগের ভূমিকায় ব্যথিত হয়ে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে। কমিটির সহ-সভাপতি ক্যাচিংনু মারমা ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠন থেকে পদত্যাগ করেছেন।
রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি তন্ময় চৌধুরী বলেন, কোটা সংস্কার ইস্যুতে ১৬ জুলাই ‘শিক্ষার্থীর মেডিকেল কলেজ গেইটে মিছিল সমাবেশ করেছিলো। আমি সেদিন ক্যাম্পাসে ছিলাম না। কিন্তু ছাত্রলীগের জেলা ও ওয়ার্ডের নেতারা এসে প্রতিরোধ চেষ্টা করে এবং পুলিশও আসে। সেখানে পাল্টাপাল্টি স্লোগান নিয়ে ভুল বোঝাবুঝির শুরু হয়। মুখোমুখি হয় দুইপক্ষ। কিছু অনাকাঙ্খিত ঘটনাও ঘটেছে।
তিনি আরও বলেন, পদত্যাগ করা মেডিকেল কলেজ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত দে’র মাথা ফেটে যায় এইসময়, তার মাথায় সেলাই দিতে হয়েছে। ফলে তারা অভিমান করে পদত্যাগ করেছে। মোট ৬ জন পদত্যাগ করেছে। এদের ৫ জন কোটার ইস্যুতে এবং অন্যজন ব্যক্তিগত কারণ দেখিয়েছে। আমরা তাদের সাথে কথা বলব, আলোচনা করে সমাধান করার চেষ্টা করতে হবে।’
২০১২ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটিতে ছাত্রলীগের প্রথম কমিটিই অনুমোদন হয় ২০২৪ সালের ৩০ জুন, ২০২৪। ২৭ সদস্যের কমিটি ঘোষণার কদিন পরেই কোটা সংস্কার আন্দোলন শুরু হলে তাতে সম্পৃক্ত হয়ে কর্মসূচি পালন করে কলেজটির শিক্ষার্থীরা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com