ডেস্ক রির্পোট:- বাংলাদেশ টেলিভিশন ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। সন্ধ্যায় টেলিভিশনের মূল ভবনে দ্বিতীয় দফা অগ্নিসংযোগ করা হয়। আগুন দেয়ার পর টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ঘোষণা দেয়া হয়েছে। এতে বলা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন, দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভেতরে আটকা পড়েছেন অনেকে। ওদিকে আগুন লাগার পর সম্প্রচার বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক মারুফ কিবরিয়া জানান, আগুন লাগার পর সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদেরও যাওয়ার সুযোগ নেই। কারণ আশপাশে কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান করছেন। বিটিভি কমপ্লেক্সে বিজিবি সদস্যরাও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
এর আগে বিকালে প্রথমে বিটিভির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ক্যান্টিন ও কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com