ডেস্ক রির্পোট:- রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একাংশে আগুন দিয়েছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বেলা তিনটার দিকের এই ঘটনায় বিটিভির ক্যান্টিন, রিসিপশন ও গাড়িতে আগুন দেয়া হয়।
সকাল থেকে রামপুরা-বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ ঘটে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা যায়। এতে একজন নিহত হন। বিকেল সাড়ে চারটার দিকে সরজমিন দেখা যায় ধোয়া উড়ছে বিটিভির একটি অংশে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে তবে আগুনের কাছে যেতে পারেনি। রামপুরা ব্রিজ দখলে রেখেছেন শিক্ষার্থীরা। গাড়ি চলাচল হাতিরঝিলের একাংশে বন্ধ রয়েছে। পুলিশ বেশ খানিকটা দুরে অবস্থান করছে। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com