ডেস্ক রির্পোট:- শুক্রবার ঢাকায় যুব সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পর সারাদেশে ছাত্রলীগসহ সরকারদলীয় সন্ত্রাসীরা হত্যাযজ্ঞ চালিয়েছে। খুনিদের লেলিয়ে দেয়া হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ওপর। দেশের ইতিহাসে শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কায়দায় এমন পৈশাচিক আক্রমণের নজির নেই।
বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে 'কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশবাহিনীর হামলা, গুলি করে নিরীহ ছাত্র হত্যা এবং ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে' এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।
রেজাউল করীম বলেন, পুলিশ প্রশাসনসহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী সন্ত্রাসী কায়দায় শিক্ষাঙ্গনে হামলা করে নিরীহ শিক্ষার্থীদের বের করে দিয়েছে। এই খুনি ও ভারতের সরকারকে উৎখাত করতে হবে। আর প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকারীদের তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার পর এখন তাদের সঙ্গে বসার প্রস্তাব দিয়েছেন। আপনার বক্তব্য অনুযায়ী এখন রাজাকারের বাচ্চাদের সঙ্গে বসার প্রস্তাব করেন একটুও কি লজ্জা হয় না?
সমাবেশ শেষে চরমোনাই পীরের নেতৃত্বে একটি বিশাল মিছিল পল্টন মোড়, বিজয়নগর, নাইটেঙ্গেল হয়ে পুনরায় পল্টন মোড়ে গিয়ে রেজাউল করীমের সমাপনী বক্তব্য ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com