রাঙ্গামাটি:- ঢাকা বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে রাঙ্গামাটির মেডিকেল কলেজে বিক্ষোভ মিছিল,সমাবেশ করেছে সাধারন শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। তারা বিভিন্ন শ্লোগানে সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানায় এবং এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসের বাহিরে যাওয়ার চেষ্টা করলে মেডিকেল কলেজ ছাত্রলীগ ও পুলিশের বাধায় বের হতে পারেনি। পরে তারা ক্যাম্পাসেই বিক্ষোভ করে।
এইসব মেডিকেল শিক্ষার্থীরা,সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাধারন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়। তারা এইসব বর্বর হামলার সাথে জড়িতদের বিচার দাবি করেন।
রাঙ্গামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানিয়েছেন, ‘মেডিকেলে একটু উত্তেজনা তৈরি হয়েছিলো, এখন নিয়ন্ত্রনে আসছে। আপাতত আর কোন ঝামেলা নাই।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com