বান্দরবান:- বান্দরবানের সদর উপজেলায় ইকোভ্যালী রেস্টুরেন্টের মালিক মংটিং মারমা (৪০) নামে এক যুবককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা অপহরণ করেছে সে ব্যাপারে এখনো জানা যায়নি।
মঙ্গলবার ( ১৬ জুলাই) সন্ধা আটটার দিকে সুয়ালক ইউনিয়নের গনেশ পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
অপহৃত মংটিং মারমা সুয়ালক ইউনিয়িনের হেডম্যান পাড়া গ্রামে মংথোয়াই চিং মারমার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধায় কাজ শেষ করে গাড়ি নিয়ে বাসায় দিকে ফিরছিলেন। রেস্টুরেন্টের কয়েকগজ দূরে গেলে অজ্ঞাত চারজন লোক তাকে তুলে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে আর পাওয়া যায়নি।
মংটিংয়ের বোন পাইমে মারমা বলেন, আমরা এক সাথে বাড়িতে ফিরছিলাম। রেস্টুরেন্ট থেকে সামনে গেলে কয়েকজন লোক আটকিয়ে ফেলে। অন্ধকার হওয়াই কে বা কারা তাদেরকে চিনতে পারেনি। পরে সেখান থেকে ভয়ে পালিয়ে এসে অন্যান্য সদস্যদের এ ঘটনা জানান তিনি।
ইকোভ্যালী রেস্টুরেন্টে কর্মরত শেফ মো. রাসেল বলেন, সন্ধ্যায় রেস্টুরেন্ট থেকে মেহমানদের বিদায় দিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। সে সময় এলাকায় বিদ্যুৎ ছিলনা। এসে দেখি মালিককে অপহরণ করে নিয়ে গেছে।
রাসেল আরো বলেন, অনেকদিন ধরে শুনেছি মালিকের কাছ থেকে দীর্ঘদিন ধরে কয়েকজন লোক চাদাঁ দাবি করে আসছিল। তবে কি কারণে টাকা চেয়েছে সে বিষয়ে জানি না।
হেডম্যান মংথোয়াই চিং মারমা বলেন, আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে কে বা কারা সে ব্যপারে জানা যায়নি।
বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, অপহরণ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। কি কারণে অপহরণ হয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com