ডেস্ক রির্পোট:- কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক আকন্দ।
সোমবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি মো. ওমর ফারুক আকন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার ‘উপ-আইনবিষয়ক সম্পাদক’ থেকে পদত্যাগ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কোটা সংস্কার আন্দোলন) সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না।
ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। যে নীতি আর আদর্শ দেখে ছাত্রলীগে যুক্ত হয়েছিলাম তার সঙ্গে বর্তমান ছাত্রলীগের আদর্শের মিল না থাকায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি এবং আজকের হামলার নিন্দা জানাচ্ছি।’
ওমর ফারুক আরও বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। তাই ছাত্রলীগের প্যাডে লিখে পদত্যাগপত্রটি জমা দিতে পারলাম না। এলাকায় গিয়েই পদত্যাগপত্র জমা দেব।
এ নিয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলতে পারব।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com