ডেস্ক রির্পোট:- জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর। বছর জুড়েই তিনি ব্যস্ত থাকেন স্টেজ শো নিয়ে। পাশাপাশি অডিও এবং প্লেব্যাক ব্যস্ততা তো আছেই। এর বাইরে বিভিন্ন বিষয় নিয়েই সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি। বিভিন্ন ছবি, ভিডিও কিংবা কথা ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। শুক্রবার দিবাগত রাতে তিনি একটি পোস্ট করেছেন ফেসবুকে। এতে তিনি লিখেন, এই যে প্রতিদিন কতো কিছু জানছি, নতুন করে পুরনোকে চিনছি। অবাক হয়ে অক্কা পেয়ে আবার বেঁচে উঠছি, অন্যের নির্লজ্জ অপরাধে নিজে লজ্জিত হচ্ছি। সব বুঝেও ঘুমের ভান করে পড়ে আছি। ধ্বংসের আলামত দেখেও পাশ কাটিয়ে যাচ্ছি, মানে কি যে করছি বুঝতে বুঝতে তো বোঝার ক্ষমতাই লোপ পাচ্ছে।
কি যে মুশকিল। এই বোকা বোকা খেলাটাই পচা। যদিও পোস্টের শেষে তিনি লিখেছেন ফান পোস্ট।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com