ডেস্ক রির্পোট:- কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এখনও বিশ্বজুড়ে সপ্তাহে প্রায় ১৭০০ মানুষ মারা যাচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেইসঙ্গে অবিলম্বে মানুষকে এই রোগের টিকা নেয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস ভ্যাকসিনের কভারেজ হ্রাসের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তথ্যগুলো দেখায় স্বাস্থ্যকর্মী এবং ৬০ বছরের বেশি মানুষের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে, এই দুটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী। ' সংস্থাটি সুপারিশ করেছে, সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর মানুষদের শেষ ডোজ নেয়ার ১২ মাসের মধ্যে অবশ্যই একটি কোভিড -১৯ ভ্যাকসিন গ্রহণ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে কোভিড-১৯-এ ৭ মিলিয়নেরও বেশি মানুষের মৃত্যুর খবর নথিভুক্ত করা হয়েছে। যদিও মহামারীতে প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেক বেশি বলে মনে করা হয়। কোভিড-১৯ অর্থনীতি এবং স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। টেড্রোস ২০২৩ সালের মে মাসে একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি হিসেবে কোভিড-১৯ -এর সমাপ্তি ঘোষণা করেছিলেন, ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার তিন বছরেরও বেশি সময় পরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাস নজরদারি ও সিকোয়েন্সিং বজায় রাখতে এবং সাশ্রয়ী মূল্যের ও নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং ভ্যাকসিনের অ্যাক্সেস নিশ্চিত করার জন্য সরকারগুলোকে আহ্বান জানিয়েছে। সূত্র : গালফ নিউজ
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com