ক্রীড়া ডেস্ক:- উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দুই যুগ পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। সবশেষ ২০০১ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল দলটি। সেবার মেক্সিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। মিফাইনালে ১০ জনের কলম্বিয়ার কাছে হেরেছে উরুগুয়ে।
বৃহস্পতিবার (১১ জুলাই) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে অধিক সংখ্যক বল দখলেও রেখেও হারতে হয়েছে উরুগুয়েকে। প্রথমার্ধের ৩৯ মিনিটে জেফারসন লার্মার একমাত্র গোলেইন ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায় কলম্বিয়ার।
ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখেও সুযোগ কাজাতে লাগাতে না পারায় হারতে হয়েছে উরুগুয়েকে। উল্টো ৩৮ শতাংশ বল দখলে রেখেই প্রথমার্ধের একমাত্র গোলের পর বিরতির আগে যোগ করার সময়ের প্রথম মিনিটে লাল কার্ড দেখেন ড্যানিয়েল মুনোজ।
ম্যাচের ৩৯ মিনিটে ডান কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন কলম্বিয়া অধিনায়ক রুদ্রিগেজ। গোলপোস্ট থেকে তিন হাত দূরের অবস্থানে ছিলেন লার্মা। উড়ে আসা বলে চোখ রেখে লাফিয়ে উঠে মাথাটা ছুঁইয়ে দেন তিনি। এগিয়ে যায় কলম্বিয়া। কিছুই করার ছিলো না উরুগুয়ে গোলরক্ষকের।
বল দখল থেকে শুরু করে নিখুঁত পাস সবদিক দিয়েই উরুগুয়ে এগিয়ে থাকলেও সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হয়েছে তাদের। কলম্বিয়ার ৭২ শতাংশের বিপরীতে তাদের নিখুঁত পাস ছিল ৮৩ শতাংশ। দুই দল মিলে ফাউলের সংখ্যা ছিল ২৪টি। সমান ১১টি করে শট নিলেও উরুগুয়ে ২টি আর কলম্বিয়া লক্ষ্যে রাখে ৪টি।
১৫ই জুলাই ভোর ৬টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com