ডেস্ক রির্পোট:- বধূরে’ গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী সালমান রাজ। শুধু গান না নির্মাণ হয়েছে এর মিউজিক ভিডিও। সালাউদ্দিন সাগরের কথায় এ গানের সংগীত আয়োজন করেছেন রাজিব হোসেন।
আর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হান্নান শাহ, এস কে মাহি ও সাব্বির সিনরা। এটি পরিচালনা করেছেন কে এ নিলয়।
সালমান রাজ বলেন, আমার এই গানের কথা শ্রোতাদের ভালো লাগবে আশা করি। চেষ্টা করেছি সুন্দর একটি গান উপহার দেওয়ার। মনোরম লোকেশনে গানের ভিডিও নির্মিত হয়েছে। গান শোনার পাশাপাশি দেখতেও পছন্দ করেন দর্শক। তাই ভিডিওটি নির্মাণ করা। সবার ভালো লাগলেই নিজেকে সার্থক মনে করব।
গানটি প্রসঙ্গে মডেল ও অভিনেতা হান্নান শাহ বলেন, গায়ক সালমান ভাইয়ের বধূরে গানটি প্রথম শুনেই ভালো লেগেছে। মিউজিক ভিডিওতে আমার ও মাহির রসায়নটা দর্শকের ভালো লাগবে আশা করছি। গানটি শ্রোতাদের কানে কানে পৌঁছে যাক- এই প্রত্যাশাই করি।
জানা গেছে, এইচ এস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি ১৪ জুলাই মুক্তি পাবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com