রাঙ্গামাটি:- আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে রাঙামাটির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুলাই) দুপুরে রাঙামাটি সদর, কুতুকছড়ি, বেতবুনিয়ায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে অবিলম্বে সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করে আইনটি বলবৎ রাখার পদক্ষেপ গ্রহণ করা, পাহাড়িদের প্রথাগত ভূমি অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, বাঙালিদের সমতলে পুনর্বাসন ও পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তিরর স্বার্থে পূর্ণস্বায়ত্ত্বশাসনের দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সমাবেশ চলাকালে প্রায় আধা ঘন্টা রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ ছিলো।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com