খাগড়াছড়ি:- পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়িতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সদরের বাসটার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় মূল সড়কের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করায় কিছুক্ষণের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।
ঘণ্টাব্যাপী ধরে চলা কর্মসূচিতে বিক্ষোভকারীরা আদালতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেন।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ আইনটি বাতিল হলে পাহাড়ি সমাজ কাঠামো, সামাজিক প্রথা ভেঙে পড়বে এবং ভূমি সমস্যা প্রকট আকার ধারণ করবে। অকার্যকর হয়ে যাবে পার্বত্য চুক্তি।
ইউপিডিএফ’র জেলা সংগঠক লালন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সভানেত্রী কনিকা দেওয়ান, হিল ইউমেন্স ফেডারেশনের আহ্বায়ক এন্টি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি শান্ত চাকমা বক্তব্য রাখেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com