রাঙ্গামাটি:-বগুড়া শহরের নারুলী এলাকা থেকে নিখোঁজ একই পরিবারের নারী-শিশুসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) রাঙামাটির সদর উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাদের উদ্ধার করে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে বগুড়ার পিবিআই কার্যালয়ের পরিদর্শক জাহিদ হাসান এসব তথ্য জানিয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, জীবন মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), তাদের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে বৃষ্টি খাতুন (১৩), জমজ দুই ছেলে হাসান ও হোসেন (৬), জীবনের শাশুড়ি ফাতেমা বেবি (৫০), শ্যালক বিক্রম আলী (১৩) ও শ্যালিকা রুনা খাতুন (১৭)।
পিবিআই বলছে, ফাতেমা ও তার মেয়ে রুমি স্বামীদের নির্যাতনের প্রতিবাদে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আয় রোজগার করে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে কাউকে না জানিয়ে পরিবারের অন্য সদস্যদের নিয়ে রাঙামাটি চলে গিয়েছিল।
উল্লেখ্য, গত ৩ জুলাই থেকে তারা রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ৬ জুলাই রাতে সদর থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ রুমি বেগমের স্বামী জীবন মিয়া।
জীবন মিয়া নীলফামারী জেলার সৈয়দপুরের বাসিন্দা। তার শ্বশুরবাড়ি লালমনিরহাট জেলা সদরে। গত ১০ বছর ধরে বগুড়া শহরের নারুলী এলাকায় তারা ভাড়া বাসায় থাকেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com