বান্দরবান:- বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুই স্কুল শিক্ষার্থীর মধ্যে শান্তি রানি ত্রিপুরা (১০) নামে এক শিক্ষার্থীর মরদেহ আটদিন পর উদ্ধার করেছেন স্থানীয়রা। তবে এখনো আরেক শিক্ষার্থীর নিখোঁজ রয়েছে।
সোমবার (৮ জুলাই) বিকাল চারটার দিকে তিন্দু ইউনিয়নের সাঙ্গু খালের ক্র্যক্ষ্যং পাড়া নদীর ঘাট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিক্ষার্থী শান্তি রানি ত্রিপুরা (১০) ২ নম্বর তিন্দু ইউপির ৫ নম্বর ওয়ার্ডের হরিশচন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরার মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, সাঙ্গু নদীতো আটদিন ধরে নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজাখুঁজি করা হয়। পরে সোমবার বিকালে ক্র্যক্ষ্যং পাড়া নদীর ঘাটে এক শিক্ষার্থীর মরদেহ ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা। তবে এখনো ফুলবানী ত্রিপুরা (৯) নামে আরেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে নেওয়ার পর মিশনে দাফন করা হবে।
উল্লেখ্য, গেল সোমবার (১ জুলাই) দুপুরে তিন্দু ইউনিয়নের পদ্মঝিড়ি এলাকায় হোস্টেলে ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ হন দুই শিক্ষার্থী।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com