ডেস্ক রির্পোট:- বুথফেরত জরিপ বলছে ফ্রান্সের জাতীয় নির্বাচনে বামপন্থি জোট বিস্ময়করভাবে এগিয়ে আছে। দ্বিতীয় অবস্থানে আছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মধ্যপন্থি এনসেমবল জোট। আর তৃতীয় স্থানে নেমে এসেছে মেরি লা পেনের ন্যাশনাল র্যালি। ফলে তার উগ্র ডানপন্থি ন্যাশনাল র্যালি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। দলটির ২৮ বছর বয়সী প্রেসিডেন্ট জর্ডান বারডেলা বলেছেন, ফ্রান্সকে তার দলের জয় থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে দেশকে অনিশ্চয়তা ও অস্থিরতার মুখে ঠেলে দেয়া হয়েছে। বুথফেরত এই জরিপ অনুযায়ী ফ্রান্স একটি ঝুলন্ত পার্লামেন্টের দিকে যাচ্ছে। এরই মধ্যে সহিংসতার আশঙ্কায় প্যারিস ও সারাদেশে অতিরিক্ত ৩০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, এলিসি প্রেসিডেন্সিয়াল প্রাসাদে নির্বাচনের ফল বিশ্লেষণ করছেন প্রেসিডেন্ট ম্যাক্রন। ফলে নির্বাচনের রাতে তিনি ভাষণ দেবেন না।
বৃটেনের মতো ফ্রান্সে বামপন্থীদের উত্থানের ভূয়সী প্রশংসা করেছেন স্পেনের বামপন্থী প্রাধানমন্ত্রী পেদ্রো সানচেজ। নির্বাচনের ফলকে তিনি উগ্র ডানপন্থীদের প্রত্যাখ্যান এবং সামাজিক বাম ঘরানকে বেছে নেয়া বলে বর্ণনা করেছেন। ওদিকে এই ফলে দেয়াজুড়ে বামপন্থীদের মধ্যে উল্লাস দেখা দিয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com