খাগড়াছড়ি :- সরলতার সুযোগ নিয়ে ও ফাঁদে ফেলে পাহাড়ি নারী চীনে পাচাররোধ ও পাচারকারীদের গ্রেফতারসহ বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে সচেতন জুম্ম সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহজ-সরল জুম্ম নারীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে একটি চক্র চীনে পাচার করছে। এ পর্যন্ত প্রায় একহাজার পাহাড়ি তরুণী’কে চিনে পাচার করা হয়েছে।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন প্রফেসর মধু মঙ্গল চাকমা । মানববন্ধনে বক্তব্য রাখেন, টিনা চাকমা, সুপাল চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য অনিমেষ চাকমা রিংকু, সন্তোষিত চাকমা বকিল, নারী নেত্রী শেফালিকা ত্রিপুরা, জেটিশন, জগৎ শান্তি চাকমা, কালায়ন তালুকদার, বাগিশ চাকমা এবং জ্ঞান জ্যোতি চাকমা প্রমুখ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com