ডেস্ক রির্পোট:- কোটা বাতিল আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে হল ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে হলের সামনে অবস্থান নিয়েছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী সারজিস আলমকে হল ছাড়তে বাধ্য করে ছাত্রলীগ। পরে তিনি হল বেরিয়ে যাওয়ার উদ্দেশে ফটকের সামনে আসেন। এসময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দেন এবং তাকে হলে থাকার পরামর্শ দেন। একইসঙ্গে হলের সামনে অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।
এ প্রতিবেদন লেখার ১২টা ৪৫ পর্যন্ত হলের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করতে দেখা গেছে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।
অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, এক ভাইকে হল ত্যাগে বাধ্য করেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে আমরা একুশে হলের সামনে অবস্থান নিয়েছি। আন্দোলনের কাউকে হল থেকে বের হতে বাধ্য করা হলে, সাধারণ শিক্ষার্থীরা কঠিন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com