রাঙ্গামাটি:- পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়ি নারী পাচারের অভিযোগে পাচার চক্রের ৩ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। করে।
গ্রেফতারকৃত হলো, সজীব চাকমা, মামিয়া চাকমা এবং জেসি চাকমা।
এর আগে গতকাল বুধবার রাতে বাঘাইছড়ি থানা পুলিশ ঢাকায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরা থেকে নারী পাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার করে পুলিশ।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ বলেন, পাহাড়ি নারী পাচার চক্রের তিন সদস্য গ্রেফতার করে আদালতে তোলা হলে আদালতে তাদের হাজতে প্রেরণ করে।
গত ১৯ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে (১৭) রাঙ্গামাটি শহর থেকে পাচারের উদ্দেশ্যে অপহরণ করে চক্রটি। পরে থানায় নিখোঁজ ডায়েরি করে ভুক্তভোগীর বাবা। ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে ২৭ জুন রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই কলেজ ছাত্রী।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com