রাঙ্গামাটি:- সাজেক ছেড়েছেন আটকা পড়া সাত শতাধিক পর্যটক। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পর্যটকবাহী যানবাহনগুলো খাগড়াছড়ির উদ্দেশে রওনা দেয়।
সাজেক কটেজ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৈরী আবহাওয়ার কারণে সাজেকে আটকা পড়েছিলেন পর্যটকরা।ভারি বৃষ্টি এবং পাহাড় ধসের সতর্কবার্তা থাকায় তাদের বের হতে দেওয়া হয়নি।
আজ সকাল থেকে বৃষ্টি ছিল না সাজেকে। বৃষ্টি না হওয়ায় সড়ক থেকে পানি দ্রুত কমছে। এতে বিকেলের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরিন আক্তার জানান, ‘সকাল থেকে বৃষ্টি কম থাকায় পানি কমে গেছে। ইতোমধ্যে পর্যটকরা খাগড়াছড়ি উদ্দেশ্য রওনা দিয়েছে।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com