খাগড়াছড়ি:- কয়েকদিনের টানা বর্ষনে দীঘিনালার নীচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে হাজারো মানুষ। অপরদিকে বিভিন্ন এলাকায় সড়ক ডুবে যাওয়ায় দীঘিনালা সাথে রাঙ্গামাটির পর্যটন এলাকা সাজেক এবং লংগদুর সাথে সড়ক যোগাযোগ সম্পূর্ন বন্ধ রয়েছে। এ অবস্থায় সাজেকে প্রায় ৪শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে জানিয়েছেন সেখানের রিসোর্ট মালিকরা।
বন্যা কবলিত হয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার মেরুং ইউনিয়ন, কবাখালি ইউনিয়ন এবং বোয়ালখালি (সদর) ইউনিয়ন। মেরুং ও কবখালিতে কয়েকটি আশ্রয়কেন্দ্রে পানিবন্দি শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি এবং কবাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা।
এদিকে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি এলাকা, বাঘাইহাট এলাকা, গঙ্গারাম এলাকা এবং মাচালং এলাকার সড়ক পানির নিচে থাকায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। সে কারণে সাজেকে প্রায় ৪শতাধিক পর্যটক আটকা পড়েছে বলে জানিয়েছেন ইন্দুবালা ইকো রিসোর্টের মালিক ফারজুল ইসলাম।
অপরদিকে, দীঘিনালা-লংগদু সড়কের বেলছড়ি, বেতছড়ি, বড়মেরুং এবং ছোটমেরুং বাজার এলাকার সড়ক পানির রিচে থাকায় লংগদুর সাথেও বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com