খাগড়াছড়ি:- খাগড়াছড়ির দীঘিনালায় একটি কালভার্ট নির্মাণ করেছে ইউনিয়ন পরিষদ। সেটি নির্মাণের বছর না হতেই ভেঙে গেছে। স্থানীয়রা বলছে, সরকারি অর্থ ব্যয়ে কালভার্ট নির্মাণ করা হলেও সেটিতে কোনো লাভ হলো না।
ইউপি চেয়ারম্যান বলছেন, এটি আবার মেরামত করে দেওয়া হবে।
ঘটনাটি উপজেলার দীঘিনালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের থলিপাড়া এলাকায়। গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত কালভার্ট এবং মাটির তৈরি সড়কের কাজ দুটিই নতুন। তবে কালভার্টটির ওপরের অংশ অনেকটা ভেঙে রড বের হয়ে আছে। কালভার্টের নিচে ব্যবহৃত বাঁশও দেখা যায়।
পার্শ্ববর্তী কমলপ্রিয় চাকমা (৪৮) জানান, এটি নির্মাণের ছয় মাসও হলো না, নিম্নমানের কাজের জন্যই ভেঙে গেছে।
দীঘিনালা ইউপি চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা জানান, ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে, তিনি হয়তো ভালো করে তদারকি করেননি। আর ভেঙেছে, নির্মাণের পর মজবুত হওয়ার আগে গাড়ি চলার কারণে।
তবে এটি আবার মেরামত করে দেওয়া হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com