বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে পড়ে মো. আবু বক্কর (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক সদর ইউনিয়নের ফুলতলি গ্রামের মৃত আলী মিয়ার ছেলে আবু বক্কর।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় পাহাড়ের পাশে কৃষি কাজ করছিলেন কৃষক আবু বক্কর। এসময় হঠাৎ প্রবল বৃষ্টিতে পাহাড় ধসে পড়লে মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান আবু বক্কর। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাজ করার সময় পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. জাকারিয়া বলেন, পাহাড় ধসে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com