ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে নারী ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুজন। পুড়ে গেছে বাজারের বেশ কিছু দোকান।
বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৪০মিনিটে নগরীর রিজোয়ান কমপ্লেক্সের দোতলার একটি মোবাইলের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানায়, বাজারের মোবাইল এক্সেসরিজের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকানের ওপরে আবাসিক ভবন। অগ্নিকাণ্ডে সেখানে বসবাসরত তিনজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত উল্লেখ করে ফায়ার সার্ভিস জানায়, ৮ ইউনিটের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। এ ঘটনায় আহত দুই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, আটতলা ভবনটির দোতলা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং বাকী ছয় তলা আবাসিক। আগুন লাগার পর ওপরে কয়েকটি কক্ষে ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com