রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা বৃহস্পতিবার সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এসময় চেয়ারম্যান বলেন, এলাকার উন্নয়নমূলক প্রকল্প কর্মকান্ডে সকলের সদিচ্ছা ও সহযোগিতা নিয়ে কাজ করলে সকল বিভাগের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এ এলাকায় যে প্রতিবন্ধকতা আছে তা সমঝোতার মাধ্যমে কাটিয়ে উঠে সরকারের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। জেলা পরিষদ এবং হস্তান্তরিত বিভাগের কর্মসূচি একসাথে নিবিড়ভাবে আগ্রহ নিয়ে বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান।
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য মো. আব্দুর রহিম, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য প্রবর্তক চাকমা, সিভিল সার্জন ডা. নুয়েন খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঋষীকেশ শীল, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়–য়া, স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মো. অলিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহজাহান, জেলা সমবায় অফিসার মৌসুমী ভট্টাচার্য, তুলা উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সরকার, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা, হাঁস প্রজনন খামারের সিনিয়র সহকারি পরিচালক কুসুম চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একে এম ফজলুল হক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা শুভ্রজ্যোতি চাকমা, সরকারি মুরগী প্রজনন ও উন্নয়ন খামার এর ব্যবস্থাপক ডা. পলি রানী ঘোষ, সহকারী ব্যবস্থাপক বিসিক এজিএম মো: ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক ডা. শাহান ওয়াজ, নির্বাহী প্রকৌশলী বিএডিসি(সেচ) মো. সাহেদ, অধ্যক্ষ আরপিটিআই দেবাশীষ দেব, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা সরকারি গণগ্রন্থাগার লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা, সিনিয়র সহকারী পরিচালক শুকর উন্নয়ন খামার ডা: লেলিন দে, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ডা: তুষার কান্তি চাকমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো: মনিরুজ্জামান, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক শফিকুল ইসলাম পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মো: শিবলী নোমান ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।
হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন। এ সময় পদোন্নতি ও বদলিজনিত কারণে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম (যুগ্ম সচিব) পরিষদের পক্ষ হতে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com