রাঙ্গামাটি:- অর্থ মন্ত্রণালয় জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন শিক্ষক-শিক্ষিকারা। এসময় ক্লাস এবং ক্লাসটেস্ট পরীক্ষা গ্রহণ হতে বিরত থাকেন তাঁরা।
রাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি গৌরব চাকমা বলেন, অর্থ মন্ত্রণালয় সার্বজনীন পেনশন স্কিমের যে ঘোষণা দিয়েছিল সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রত্যয় স্কিম নামে একটি স্কিম ঘোষণা করে। যেখানে বলা হয় আগামী পহেলা জুলাই থেকে যারা শিক্ষক হিসেব যোগদান করবেন তারা সেই স্কিমের অন্তর্ভূক্ত হবেন। কিন্তু আমরা মনে করি এতে বিশ^বিদ্যালয় শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য তৈরি হবে এবং নতুনর যারা শিক্ষকতা পেশায় আসতে চান, তারা এই পেশায় আসতে আগ্রহী হবেন না।
সমিতির সাধারণ সম্পাদক মোসাঃ হাবিবা বলেন, আমাদের দাবি হলো আমাদের শিক্ষকদের এই স্কিমে অন্তভর্’ক্ত না করে সুপার গ্রেডে অন্তভর্’ক্ত করা হোক। দাবি আদায়ে আপাতত আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছি। আগামী পহেলা জুলাইয়ের আগে যদি এই সংকট নিরসন করা না হয় তাহলে আমরা পহেলা জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করবো।
শিক্ষক সমিতির পক্ষ থেকে আগামী রবিবারও কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com