ডেস্ক রির্পোট:- বর্তমানে দেশে সকল মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এর মধ্যে সক্রিয় সিম ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ–৬ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জনান। এ সময় অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এ দিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
জুনাইদ আহমেদ পলক জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটর চারটি–গ্রামীন ফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে গ্রামীণফোন লিমিটেডের নিবন্ধিত সিম ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫, বাংলালিংক ৯ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৯৬২, রবি অজিয়াটা লিমিটেড ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩। মোট সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি।
গ্রামীণফোন লিমিটেডের সক্রিয় সিম ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার, রবি অজিয়াটা ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার, বাংলালিংক ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজার। সক্রিয় মোট সিমের সংখ্যা ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com