খাগড়াছড়ি:- সেনাবাহিনীর খাগড়াছড়ি গুইমারা রিজিয়নের আওতাধীন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন কর্তৃক মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে জোন সদরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি।
বিশেষ অতিথি ছিলেন, জোনের উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, ক্যাপ্টেন আশিক, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গুইমারা থানার ওসি আরিফুল আমিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য গণসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলসহ নানান বিষয়ে আলোচনা করেন।
বক্সপপ-(১) মেমং মারমা, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান। (২) টিনটহরী বাজার কমিটির সভাপতি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com