বান্দরবান:- বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে খাতিজা বেগম (২০) নামের এক গৃহবধূ বিয়ের ১৯ দিনের মাথায় আত্মহত্যা করেছে। শুক্রবার (২১ জুন) বিকাল ৫টায় উপজেলার ফাইতং ইউনিয়নের ৫নং ওয়ার্ড খেদারবান পাড়া এ ঘটনা ঘটে। খাতিজা বেগম ওই এলাকার মো. ইব্রাহিম বৈদ্য মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫নং ওয়ার্ড মেম্বার জুবাইরুল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকলে পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক মিজানুর রহমানকে খবর দিলে পল্লী চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, খাতিজা গত বুধবার বাবার বাড়িতে বেড়াতে আসেন। কেনো গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এখনও জানা যায়রি। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ রওনা হয়েছে। পুরোপুরি ঘটনাস্থলে গেলে জানা যাবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com