কক্সবাজার:- কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়নে এক নব-দম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ জুন) মধ্যরাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উপরেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাইশারি ইউনিয়নের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা কামাল হোছেনের মেয়ে রুবিনা আকতার (১৭) ও চট্টগ্রামের রাউজানের বাসিন্দা নুর মোহাম্মদ (১৮)।
ঈদগড় ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে তিনি প্রশাসনকে অবহিত করেন। বর্তমানে ঘটনাস্থলে রামু থানা পুলিশ ও সিআইডি’র টিম রয়েছে।
ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জানান, তিনি দোষীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।
রামু থানার পুলিশ পরিদর্শক (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান রয়েছে। তাদের জবাই করে কারা হত্যা করেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তবে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবিনা আকতার ও নূর মোহাম্মদ প্রেম করে অপ্রাপ্ত বয়সে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com