পরিতোষ ঘোষ: আমি তো আমার করে নিয়েছি সবকিছু,
এই নিঃসঙ্গতা আমার প্রেম
এই একাকিত্ব আমার একান্ত ভালবাসা।
এই পৃথিবীপৃষ্ঠের মোহময় চড়াই উৎরাই,
সবুজের বাগান, নানা রঙের ফুল, পাখি,
মরুভূমির প্রতিটি বালুকণা,
মহাসাগরের প্রতিটি জলবিন্দু আমার।
এই সূর্যের অগুনিত ফোটন কণা
অসীম তেজোরাশি আ-মা-র।
এই নক্ষত্রমন্ডলের লাল নীল আলোকিত জ্যোতিষ্ক
সবই আমার।
মহাকালের অতীত গহবরে হারিয়ে গেছে
আমার অন্তহীন সমুদ্রসময়,
তা নিয়ে আমার কোন আক্ষেপ নেই
অনন্ত সময় দিয়ে গড়ে নিয়েছি
আলোকিত ভবিষ্যৎ।
এই আনন্দ উচ্ছ্বাসে ভরপুর অনিত্য বর্তমান
কালের গহবরে স্তরে স্তরে সাজানো বর্ণিল অতীত
এবং অনাগত অনন্ত ভবিষ্যৎ সবই আমার।
বর্ধনশীল মহাবিশ্বের তাবৎ ঘটনা দুর্ঘটনায় গড়া
মহাকালের নিরন্তর সাক্ষী আমি।
কারণ 'এ মহাকাল আমার'।
নিকষ কালো মহাশূণ্যের বিচিত্র রঙ
সংজ্ঞায়িত করতে পারে না নশ্বর চোখ।
বিচ্ছুরিত নীলে গড়া আকাশ, বর্ণহীন সমুদ্র
তারও কূলকিনারা করতে পারে না স্বপ্নীল মস্তিষ্ক।
মহাবিশ্বের বিশালতার সর্পিল পথে ঘূর্ণায়মান
প্রতিটি ঐশ্বরিক দৃশ্যে, প্রতিটি নীহারিকার মেঘে,
প্রতিটি ধূমকেতুর লেজে, প্রতিটি নক্ষত্রের আলোয়
সারিবদ্ধ হয় আমার স্বপ্নরাজি।
ব্ল্যাকহোলের প্রান্ত থেকে কোয়ান্টাম গভীরতায়
সুপারনোভার চকচকে আলোর প্রতিটি স্পন্দনে
আমি অনুভব করি এক সীমাহীন সত্য,
'এ মহাবিশ্ব আমার'।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com