ডেস্ক রির্পোট:- টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইটে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় নম্বর দল হিসেবে উঠেছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। এই রাউন্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। পরের ম্যাচে লড়বে ভারতের বিপক্ষে। এরপর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে নাজমুল হোসেন শান্তর দল।
সেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুই দেশকে হারালেও সেমিতে যাওয়ার বড় সম্ভাবনা থাকবে বাংলাদেশ দলের।
এবারের আসরে মোট ২০টি দল অংশগ্রহণ করেছে। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রত্যেক গ্রুপ থেকে দু’টি করে মোট ৮টি দল জায়গা করে নিয়েছে সুপার এইটে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com