ডেস্ক রির্পোট:- রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইকালে মৌসুমি কসাইসহ ১০৫ জনের মতো আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, সোমবার (১৭ জুন) দুপুর পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আসে ১১৫ জন রোগি। তাদের কারও কেটেছে হাত, কারও পা।
কারও আবার গরুর আঘাতে হাত-পা ভেঙেছে। হাসপাতাল সূত্র জানায়, ঢামেকে চিকিৎসা নিতে আসা ১১৫ জনের মধ্যে ১০৫ জনই মৌসুমি কসাই।
ঢামেকে চিকিৎসা নিতে আসা রাজধানীর ধানমণ্ডি এলাকার সবুজ হোসেন (৩৫) বলেন, ‘গরু কাটা প্রায় শেষ। দা দিয়ে কোপ দিয়েছি হাড়ে।
হঠাৎ হাত থেকে দা সরে স্লিপ করে আমার পায়ের ওপর এসে পড়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্যাজুয়ালিটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অরিফ হোসেন বলেন, ‘সকাল থেকে ঢামেকের জরুরি বিভাগে যারা এসেছেন, তাদের বেশির ভাগই কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন। আমার ধারণা, সন্ধ্যা পর্যন্ত ২০০ থেকে ২৫০ জন মৌসুমি কসাই গরু জবাইসহ কাটাকাটি করতে গিয়ে আহত হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসবেন।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com