বান্দরবান:- পার্বত্য জেলা বান্দরবানের লামায় চায়ের দোকানদারের বিরুদ্ধে ১১ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৬ জুন) দুপুর দেড়টায় লামা উপজেলার গজালিয়া বাজারে এই ঘটনা ঘটে। ভিকটিমের পরিবার জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ এ ফোন করে থানা পুলিশের সহযোগিতা চাইলে লামা থানা পুলিশ ঘটনার সত্যতা যাচাই করতে যান।
এ ঘটনায় অভিযুকত ব্যক্তি পলাতক রয়েছে। ভিকটিম ও তার পরিবারের পক্ষ থেকে লামা থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়।
অভিযুক্ত ব্যক্তি মো. শাহজাহান (৫২) গজালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মোহাম্মদ পাড়ার মৃত আমজের হোসেনের ছেলে।
জানা যায়, ভিকটিম তার নিজ বাড়ি থেকে প্রয়োজনীয় ওষুধের জন্য গজালিয়া বাজারে যায়। পরবর্তীতে ভিকটিম ফার্মেসি থেকে নিজ বাড়ি ফেরার পথে তার বাড়ির পাশের চায়ের দোকানদার মো. শাহজাহান তাকে জোর করে দোকানের রান্না ঘরে নিয়ে গিয়ে বলাৎকার করে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, ভিকটিম ও তার পরিবারের লোকজন ৯৯৯ এ ফোন দিলে আমরা ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। ভিকটিমের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com