বান্দরবান:- পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত মৌসুমী ফল সংরক্ষণে উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ২০০ মেট্রিক টনের ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। এতে করে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি পাহাড়ের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন আসবে।
শনিবার সকালে বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন এলাকার কৃষক ও কৃষক সমিতির মাঝে গাছের চারা, পাওয়ার টিলার, সেচ পাম্প মেশিনসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম বিতরণকালে বান্দরবানের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, পৌর মেয়র মো. শামসুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, এখন এক ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না। এসব জায়গায় ফসল ফলিয়ে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে হবে। জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বান্দরবানের বিভিন্ন এলাকার শতাধিক কৃষক ও কৃষক সমিতির মাঝে ১৯টি পাওয়ার টিলার ৩০টি সেচ পাম্প মেশিনসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম ও ৮ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com