কাপ্তাই:- কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যদিয়ে অদ্য (৮ জুন) ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন। ‘ভূমি সেবা ডিজিটাল-বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে
রেখে আয়োজিত ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্ধসঢ়;গা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুন কান্তি চাকমা, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত এবং রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক বলেন, এক সময় ভূমি সেবা পেতে জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হোত। সেবা পেতে দিনের পর দিন অপেক্ষা করার পাশাপাশি অনেক টাকাও খরচ করতে হতো। কিন্তু আজ সেই অবস্থা আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কার্যকর পদক্ষেপের ফলে আজ কোন ভোগান্তি এবং অতিরিক্ত টাকা খরচ ছাড়াই অফল্প সময়ের মধ্যেই মানুষ প্রয়োজনীয় সেবা পাচ্ছেন।।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com