কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই:- কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১০ আরই ব্যাটালিয়নের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অদ্য মঙ্গলবার (৪ জুন) বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে উদযাপন করা হয়। এ উপলক্ষে সুধী সমাবেশ, প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ ১০ আরই ব্যাটালিয়নের সাফল্যময় কমাকান্ডের প্রশংসা করেন। তিনি বলেন, বিগত ২৪ বছর দেশ ও জাতির কল্যাণে ১০ আরই ব্যাটালিয়ন আন্তরিকতার সাথে কাজ করেছে। এই দীর্ঘ সময়ে ব্যাটালিয়নটি অনেক সাফল্যও অর্জন করেছে। নিষ্ঠার সাথে বিগত ২৪ বছর পার করে ১০ আরই ব্যাটলিয়ন ২৫ বছরে পদার্পণ করেছে। এই ব্যাটালিয়ন ভবিষ্যতে আরো ভালো কাজ করবে বলেও তিনি প্রত্যাশা করেন। একই সাথে সুন্দর ও আকর্ষনীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করায় তিনি ব্যাটালিয়নের অধিনায়কসহ সংশ্লিস্ট সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত সামরিক ও বেসামরিক সকল পর্যায়ের অতিথিদেরপ্রতিও তিনি আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভুঁইয়া, ৫৬ বেংগলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ফয়েজ আহমদ, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, নবাগত উপজেলা চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী পেপার মিলের এমডি মোঃ আবদুল হাকিম, কাপ্তাই থানার ওসি আবুল কাশেমসহ উপজেলার সর্বস্তরের গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে উপস্থিত সকল অতিথি প্রীতিভোজে অংশ নেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com