ডেস্ক রির্পোট:- ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর সুন্দরবন থেকে একের পর এক মৃত হরিণ উদ্ধার করা হচ্ছে। রবিবার (২ জুন) সুন্দরবন থেকে আরও ৭টি মৃত হরিণ উদ্ধার করেছেন বন বিভাগের সদস্যরা।
এ নিয়ে রিমালের পর গত ৬ দিনে সুন্দরবনের কটকা, কচিখালী, পক্ষীর চর, ডিমের চর, শেলার চর, দুবলার চর, নীলকমলসহ বিভিন্ন এলাকা থেকে ১৩৪ টি মৃত হরিণ উদ্ধার করা হলো।
বন বিভাগ জানিয়েছে, ১৩৪ টি মৃত হরিণের পাশাপাশি চারটি মৃত বন্য শূকর এবং একটি মৃত অজগর উদ্ধার করা হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব থেমে যাওয়ার পর থেকে তারা সুন্দরবন তল্লাশী করে প্রতিদিন মৃত অবস্থায় হরিণ উদ্ধার করছেন। রবিবার (২ জুন) বনের বিভিন্ন এলাকা থেকে তারা ৭টি মৃত হরিণ উদ্ধার করেন।
তিনি বলেন, ‘মৃত হরিণের পাশাপাশি নদী ভাসমান ১৮টি জীবিত হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com