রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ৮৫ হাজার ৮৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার (১ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেলা সদরের সাফছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা পরিষদের সদস্য সুবীর কুমার চাকমা।
সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, জেলার একটি পৌরসভাসহ ১০ উপজেলায় ৬-১১ মাস বয়সী ১০ হাজার ৫৩৭ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এসময় সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খোকন চাকমা, প্রজেকশনিস্ট তুষার কান্তি দেসহ সিভিল সার্জন কার্যালয়ের কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৮ মে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পহেলা জুনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো ব্যাপারে জানানো হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com