খাগড়াছড়ি:- খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বারে)’র দিক নির্দেশনায় ”নো হেলমেট, নো ফুয়েল” নীতি বাস্তবায়নে মাঠে নেমেছে পানছড়ি থানা পুলিশ।
শনিবার (১ জুন) সকাল ১০’টা থেকে উপজেলার প্রধান প্রধান সড়কে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে পুলিশের এই মহতী উদ্যোগের নেতৃত্বে ছিলেন ওসি মো. শফিউল আজম।
সড়কে চলা মোটর সাইকেলগুলোতে স্টিকার লাগিয়ে চালকদের সচেতনতামুলক পরামর্শ প্রদান করা হয়।
এ সময় তিনি বলেন, সচেতনতাই পারে নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে ও জীবন বাঁচাতে। তাই আসুন ”নো হেলমেট, নো ফুয়েল” শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে সকলে হেলমেট পরিধান করি নিজে বাঁচি, অন্যকে বাঁচাই”।
এ সময়ে ডিজেল ও পেট্টোল বিক্রেতাদের দোকানে দোকানে লাগিয়ে দেয়া হয়েছে বড় বড় অক্ষরে লেখা সতর্কীকরণ ডিজিটাল ব্যানার। যাতে লেখা রয়েছে ”নো হেলমেট, নো ফুয়েল”। তেল বিক্রেতাদের বলে দেয়া হচ্ছে হেলমেটবিহীন কোন মোটর সাইকেল চালকের কাছে যেন পেট্টোল বা অকটেন বিক্রি না করে। পুলিশের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে পানছড়ি আপামর জনগণ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com