খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বুধবার (২৯ মে) ১নং রামগড় ইউনিয়নের যৌথখামার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রগুলো জানায়, বুধবার রাত ৮টার দিকে যৌথখামার বাজারে এক জ্বালানি তেল ব্যবসায়ীর দোকানে মোমবাতির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ঐ জ্বালানি তেলের দোকান থেকে দ্রুত আশে-পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে নিমিষেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের-কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ততক্ষণে সব ভস্মীভূত হয়ে যায়। দোকানগুলো থেকে কোন মালামাল সরাতে সময় পাননি দোকানিরা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. নুর আলম, মো. শামছুল হক, কংজঅং মারমা, রাম্প্রু মারমা, মো. আব্দুস সালাম, মো. হাফিজ। এছাড়া ক্ষতিগ্রস্ত দোকান ঘরের দুই মালিক হচ্ছেন বলি মারমা ও মো. জাহাঙ্গীর আলম।
রামগড় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, রাত ৮টার দিকে স্থানীয়দের ফোন কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত মোমবাতি থেকে হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
এদিকে খবর পেয়ে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি রাতেই ঘটনাস্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানিয়ে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগীতার ব্যাপারে জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com