রাঙ্গামাটি:- আজ ২৯ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির ২টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় ধাপে রাঙ্গামাটি নানিয়ারচর ও লংগদু উপজেলা এই দুুইটি ভোট কেন্দ্রে ভোট অনুষ্টিত হচ্ছে।
এদিকে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাচনে ৬ হেলিসটি রয়েছে। দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো সম্ভব না হওয়ায় নির্বাচন পেছানো হয়।
সকাল ৮ টা থেকে নানিয়ারচর ও লংগদুর ভোট কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া স্টাইকিং ফোর্স হিসাবে বিজিবি, র্যাব মোতায়েন রয়েছে।
লংগদু উপজেলায় কেন্দ্র হচ্ছে ২৩টি ভোট কক্ষ হচ্ছে ১৬১টি মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬১ হাজার ২৬৩ জন। নির্বাচনে লংগদু উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
অন্যদিকে নানিয়ারচর উপজেলায় ভোট কেন্দ্র হচ্ছে ১৪টি ভোট কক্ষ হচ্ছে ১১৮টি, মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩৮ হাজার ৬৮৯ জন। নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com