ডেস্ক রির্পোট:- পাকিস্তানের বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বেলুচিস্তানের ওয়াশুক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছে, এই ঘটনায় আরো ২২ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে বাসিমার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
প্রত্যক্ষদর্শীর বরাতে উদ্ধারকর্মীরা জানিয়েছে, বুধবার ভোরে গাওয়াদার থেকে বেলুচিস্তানের কোয়েত্তার দিকে যাওয়ার পথে ওয়াশুক নামক স্থানে চাকা ফেটে উল্টে যায় ওই বাস। ওই বাসে কতজন যাত্রী ছিল এ বিষয়ে কোন তথ্য দেয়নি সংশ্লিষ্টরা।
দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। এছাড়া আহতদের সঠিক সহায়তা দিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী শরফরাজ বুগচিও নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com