খাগড়াছড়ি:- ঘূর্ণিঝড় রেমালের কারণে দীঘিনালায় আকস্মিক বন্যায় আশ্রয় নেয়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর।
বুধবার (২৯ মে) ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের এ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন এম এ মোমেন শিহাব এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী।
এব্যাপারে দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি বন্যার্তের উদ্দেশে বলেন, আপনারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আছেন আপনাদের কষ্ট আমরা বুঝি। এ জন্য ত্রাণ সহযোগিতা নিয়ে এসেছি, ভবিষ্যতে আপনাদের পাশে আছি।
এদিকে বড় মেরুং এলাকায় বন্যার পানিতে ডুবে নিহত মুসফিক (২) এর পিতা আবদুল লতিফকে সমবেদনা জানান এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারুক পিএসসি।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আটা, তেল, চিনি, লবণ, চা পাতা, বিস্কুট ইত্যাদি। এসময় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com