ডেস্ক রির্পোট:- ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর কারণ সংবলিত ময়নাতদন্ত প্রতিবেদন (পোস্টমর্টেম রিপোর্ট) চেয়ে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের নিষ্পত্তি করে মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আদেশের পর ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের বলেন, গত কয়েক মাসে আন্দোলন চলাকালে ঢাকা, রাজশাহী, রংপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদন সংযুক্ত করে একটি রিট দায়ের করি।
তিনি বলেন, সেই রিটের শুনানি করে কারাগারে বিএনপি ১৩ নেতাকর্মীর মৃত্যুর কারণ সংবলিত পোস্টমর্টেম রিপোর্ট চেয়ে এবং কারাগারে কেউ অসুস্থ হলে এবং মারা গেলে সেক্ষেত্রে কারাবিধি অনুযায়ী একটি ডায়েরি মেইনটেইন করতে হয়, সেই ডায়েরি চেয়ে যে আবেদন করা হয়েছে, সেই আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
গত ১১ ফেব্রুয়ারি বিএনপির ১৩ জন নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারকর্মীদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন ও তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে রিট করা হয়। রিটটি দায়ের করেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গত তিন মাসে কারাগারে নির্যাতনে বিএনপির ১৩ নেতার মৃত্যু হয়েছে। কারাগারে কারাবিধির সব সুযোগ-সুবিধা কেড়ে নিয়ে বন্দি নেতাকর্মীদের ওপর বীভৎস নিপীড়ন চালানো হচ্ছে। তাদের খাওয়ার কষ্ট দেওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে না।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com