রাঙ্গামাটি:- ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টিতে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কমপক্ষে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে গাছ পড়ে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
জানা গেছে, টানা ও অতিবর্ষণে পাহাড়ি ঢল নেমে কাঁচালং নদীর পানি বেড়ে গেছে। এতে উপজেলার মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইনাপাড়ার প্রায় ১০-১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়াও মারিশ্যা বাঘাইছড়ি সড়কের চার কিলো, ৮ কিলো, ১২ কিলো নামে এলাকায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সেগুলো সরানোর কাজ শুরু হয়েছে।
এদিকে, দীঘিনালা সাজেক সড়কের কবাখালি এলাকায় পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে গেছে এবং যান চলাচল বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
রাঙ্গামাটিতে ঝড়ো হাওয়ার কারণে ইন্টারনেট ও মোবাইল ফোনের সংযোগ দুর্বল হয়ে পড়েছে। এতে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির খবর পেতে দেরি হচ্ছে। এ ছাড়াও জেলা শহরে মধ্যরাত থেকে বিদ্যুৎবিছিন্ন থাকার পরে সকাল সাড়ে ১০টার দিকে সংযোগ চালু হয়। যা আধ ঘণ্টার মধ্যে আবার এলাকাভেদে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
রাঙ্গামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছি না, যার কারণে সার্বিক পরিস্থিতির খবর পেতে বেগ পেতে হচ্ছে। পাহাড়ি ঢলে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি এখন কমেছে। বৃষ্টি বাড়লে আরও গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও কয়েকটি স্থানে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে উপজেলার সঙ্গে।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com