রাঙ্গামাটি:-রাঙ্গামাটিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করেছে। রোববার (২৬ মে) বিকেল থেকে আকাশ মেঘলা ছিলো, জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।
এদিকে ঘূর্ণিূঝড় রেমাল মোকাবিলায় প্রস্তুতি সেরেছে রাঙ্গামাটি প্রশাসন। রাঙ্গামাটি পৌর এলাকাসহ পুরো জেলায় ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রত্যেক উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহবান জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এদিকে রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভবনা থাকায় রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের আশঙ্কা সৃষ্টি হয়েছে। সকল প্রকার প্রাণহানি এড়াতে বৃষ্টির শুরু হওয়ার সাথে সাথে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।
২০১৭ সালে ১৩ জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ৫ সেনাসদস্যসহ ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। সে বছর রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের একটি অংশ ধসে সপ্তাহব্যাপী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিলো। ২০১৮ সালে জেলার নানিয়ারচর উপজেলায় ১২ জুন পাহাড় ধসে মারা যান আরো ১১ জন। এরপরের বছর জেলার কাপ্তাইয়ে মারা গেছেন তিনজন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com