স্পোর্টস ডেস্ক:- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অবশেষে দল ঘোষণা করল পাকিস্তান। পাঁচজন বিশেষজ্ঞ পেসার নিয়ে শিরোপা পুনঃরুদ্ধারের অভিযানে নামছে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার বেধে দেওয়া সময়সীমার এক দিন আগে শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০ দলের টুর্নামেন্টে সবার শেষে স্কোয়াড ঘোষণা করল তারাই।
বাবর আজমের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি কাউকে। রাখা হয়নি কোনো রিজার্ভ ক্রিকেটারও।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের ১৮ জনের দল থেকেই সাজানো হয়েছে বিশ্বকাপের স্কোয়াড। এই দল থেকে বাদ পড়েছেন কেবল দেড় বছরের বেশি সময় পর ডাক পাওয়া পেসার হাসান আলি, মিডল অর্ডর ব্যাটার ইরফান খান ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার আঘা সালমান।
অবসর ভেঙে ফেরা অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমির ও স্পিনিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম আছেন দলে। গত জানুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পা রাখা পেসার আব্বাস আফ্রিদিও টিকে গেছেন।
আমির ও আব্বাস ছাড়াও দলে আছেন তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ। দলে একমাত্র বিশেষজ্ঞ লেগ স্পিনার আবরার আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের বদলে পাকিস্তানকে বেছে নেওয়া বিস্ফোরক ব্যাটসম্যান উসমান খানও আছেন দলে।
চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে আছে পাকিস্তান। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেবে তারা। আগামী ৬ জুন ডালাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান। ‘এ’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ কানাডা, আয়ারল্যান্ড ও ভারত।
পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, ফাখার জামান, আজম খান, উসমান খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com