ডেস্ক রির্পোট;- মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙ্গে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পঞ্চাশ জন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মাইনেজের নির্বাচনী ভাষণের সময় মঞ্চ ভেঙ্গে পড়লে ওই হতাহতের ঘটনা ঘটে। এখবর দিয়েছে দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, দেশটির বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর গণমাধ্যমকে ওই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর সান পেদ্রো গারজা গারসিয়া শহরের কাছে নির্বাচনী প্রচারণার সময় ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয়-বামপন্থি নেতা প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ। সে সময় মঞ্চ ভেঙ্গে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। এতে আলবারেজ অক্ষত থাকলেও তার নিজ দলের বেশ কয়েকজন নেতা আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com