ডেস্ক রির্পোট:- স্বপ্নের এক মৌসুমই পার করছিল জার্মান ফুটবল ক্লাব লেভারকুজেন।দ্বিতীয় সারির জার্মান ক্লাবটি পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়ে জিতেছে বুন্দসেলীগা শিরোপা।জার্মান লীগটিতে যুগের বায়ার্ন আধিপত্য থামিয়ে লেভারকুজেন অবশ্য শুধু শিরোপায় জিতেনি,পুরো লীগে অপারজিত থেকে ভেঙেছে একের পর এক রেকর্ড।
স্বপ্নের সেই মৌসুমটা বুধবার আরও রাঙিয়ে শেষ করার পরিকল্পনা নিয়ে ইউরোপা লীগের ফাইনালে আতলান্তার বিপক্ষে মাঠে নেমেছিল লেভারকুজেন। কাগজে-কলমে ছিল ফেভারিটও।তবে দলটির স্বপ্নযাত্রা থামল অবশেষে।
ডাবলিনের আভিভা স্টেডিয়ামে বুধবার রাতের ফাইনালে ৩-০ গোলের অনায়াস জয় পেয়েছে আতলান্তা।তিন গোলই এসেছে আতলান্তার নাইজেরিয়ান স্ট্রাইকার লোকমানের পা থেকে।তার অনবদ্য হ্যাটট্রিকে ৬১ বছররের শিরোপা খরা কাটাল ইতালিয়ান ক্লাবটি।
অন্যদিকে অপ্রত্যাশিত এই হারে আশা জাগিয়েও আর ট্রেবল জয় হলোনা উড়তে থাকা লেভারকুজেনের।প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ার পর হারল জাভি আলানসোর দল।
এদিন অবশ্য পরিসংখ্যানের দিকে তাকালে লেভারকুজেনের আধিপত্য করেছে বলে মনে হতে পারে।ম্যাচের ৬৭ শতাংশ সময়ই বল দখলে রেখেছিল বুন্দসেলীগা চ্যাম্পিয়নরা। তবে ম্যাচে আসল দাপট ছিল আতলান্তারই।দলটির একের পর এক নিখুঁত আক্রমণের কোন জবাবই ছিলনা লেভারকুজেনের।বল দখলে এগিয়ে থাকলেও সত্যিকার অর্থে প্রতিপক্ষকে তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি দলটি।
উজ্জবীত ফুটবলে ম্যাচের ২৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় আতলান্তা। লোকমানের দুটি ফিনিশই দেখার মতো।মৌসুমে এর আগেও চারবার দুই গোলে পিছিয়ে পড়ার পর জেতার রেকর্ড আছে দলটির।তবে এবার আর পারলনা আলানসোর চমক দেখানো দলটি।প্রথমার্ধে লিড ধরে রাখার পর ম্যাচের ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে আতলান্তার জয় নিশ্চিত করেন লোকমান।অপ্রত্যাশিতভাবে বিবর্ণ লেবারকুজেনের আক্রমণভাগ বলার মত কোন সুযোগই তৈরি করতে পারেনি পুরো ম্যাচে।
ট্রেবল জেতার সুযোগ হারালেও এখনো ডাবল জয়ের সুযোগ এখনো আছে লেভারকুসেনের। আগামী রোববার জার্মান কাপের শিরোপা জয়ের লক্ষ্যে কাইজারস্লাটার্নের বিপক্ষে মাঠে নামবে তারা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com